ক্যামেরাতে অ্যান্ড্রয়েডের আরেক চমক!


বর্তমান সময়ের মোবইলের জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড(Android OS)। আর এই অপারেটিং সিস্টেমের নতুন নতুন সব আপডেট বা ভার্সন মানুষকে অনেকটা চমকই দিচ্ছে। কারণ, অ্যান্ড্রয়েডের বিভিন্ন ভার্সনগুলোর মধ্যে যোগ করা হচ্ছে নতুন নতুন সব সুবিধা আর চমক। যেমন ‘প্যানারোমা’ (Panarama)। এটি এমন এক প্রযুক্তি যা ব্যবহার করে সহজেই কোন একটি নির্দিষ্ট স্থানের পুরো অংশটিই ছবিতে তোলা যাবে। অর্থাৎ সাধারণত ক্যামেরা দিয়ে ছবি তোলার ক্ষেত্রে ক্যামেরার নির্ধারিত একটি পরিধির মধ্যেই ছবিটি তোলা যায়। কিন্তু, এক্ষেত্রে পুরো স্থানের ছবিটিই তোলা যাবে। তবে আমরা আজ যে অ্যাপটি শেয়ার করতে যাচ্ছি, তা ঠিক একই রকম হলেও এর কাজটি হবে ব্যতিক্রমধর্মী অর্থাৎ ছবি দেখার ক্ষেত্রে এটি সহায়তা করবে। এটি দিয়ে সহজেই একটি ছবিকে টু’ডি(2D) অথবা থ্রিডি(3D) ফরম্যাটে ছবি দেখা যাবে। অ্যাপটি ব্যবহার করে ছবিটিকে সহজেই সোশ্যাল নেটওয়ার্কগুলোতে (Social Networks) শেয়ার করার ব্যবস্থাও রাখা হয়েছে।
অ্যাপটির কার‌্যকারিতা নির্ভর করে অ্যাপন্ড্রয়েডের প্রসেসরের উপর। অ্যান্ড্রয়েড ফোনে প্রসেসর অবশ্যই এআরএমভি৭ (ARMV7) থাকতে হবে।
অ্যাপটি ডাউনলোড করার জন্য  লিংকে ক্লিক করুন।

সবাইকে ধন্যবাদ। ফেসবুকে আমি  ভাল থাকবেন, প্রযুক্তির সাথেই থাকবেন - See more at: http://desitechtunes.blogspot.com/2014/02/blog-post.html#sthash.RFqdrB1V.dpuf
 সবাইকে ধন্যবাদ ভাল থাকবেন, প্রযুক্তির সাথেই থাকবেন ফেসবুকে আমি 
ক্যামেরাতে অ্যান্ড্রয়েডের আরেক চমক! ক্যামেরাতে অ্যান্ড্রয়েডের আরেক চমক! Reviewed by Anonymous on 12:21 AM Rating: 5

No comments:

Powered by Blogger.