মহাস্থানের ইতিহাস

মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি পূর্বে এর নাম ছিল পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর এক সময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল।

এখানে মৌর্য, গুপ্ত, পাল, সেন সাম্রাজ্যের প্রচুর নিদর্শন পাওয়া গিয়েছে।

এর অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় বগুড়া শহর থেকে প্রায় ১০ কি.মি উত্তরে মহাস্থান গড় অবস্থিত।












মহাস্থানের ইতিহাস মহাস্থানের ইতিহাস Reviewed by Anonymous on 8:48 AM Rating: 5

No comments:

Powered by Blogger.