কম্পিউটার সফটওয়্যার টিপস পর্ব - ৭ হার্ডডিস্ক এর পার্টিশন বাড়াবো কিভাবে?



Run এ গিয়ে লিখুন diskmgmt.msc তারপর ক্লিক করে ওপেন করুন আথবা নিচের নিয়ম দেখুন -
  1. Open > control panel
  2. Click > System and Security
  3. Open > Administrative Tools
  4. Run > Disk Management (Computer Management)
ডিস্ক মেনেজমেন্ট ওপেন হলে ড্রাইভ গুলো দেখা যাবে। যে ড্রাইভটি কে পাটিশন করতে চান তার ওপর মাউস দ্বারা রাইট বাটন ক্লিক করুন। যদি পাটিশনটি ফ্রি থাকে তবে new simple volume লিখা আসবে এতে ক্লিক করে পাটিশন করতে পাবেন। আর যদি পাটিশনটি ফ্রি না থাকে মানে আগেই করা হয়ে থাকে তবে shrink volume এ ক্লিক করুন এবং আপনার ইচ্ছা মত সাইজ দিয়ে পাটিশন করে ফেলুন।

কম্পিউটার সফটওয়্যার টিপস পর্ব - ৭ হার্ডডিস্ক এর পার্টিশন বাড়াবো কিভাবে? কম্পিউটার সফটওয়্যার টিপস পর্ব - ৭ হার্ডডিস্ক এর পার্টিশন বাড়াবো কিভাবে? Reviewed by Anonymous on 10:33 PM Rating: 5

No comments:

Powered by Blogger.