কম্পিউটার হার্ডওয়্যার টিপস পর্ব - ১২ মাউস বা ল্যাপটপের টাচপ্যাড অকেজো হয়ে পড়লে যা করবেন
কম্পিউটারের জন্যে মাউস একটি অতি গুরুতকপূর্ণ অংশ। মাউস ছাড়া কম্পিউটার কখনোই স্বয়ংসম্পূর্ণ না, আর ল্যাপটপের ক্ষেত্রে টাচপ্যাড ছাড়া স্বয়ংসম্পূর্ণ না। কম্পিটারের যাবতীয় কার্যের একটা বিশেষ অংশ করা হয়ে থাকে মাউসের সাহায্যে। কিন্তু হঠাত যদি মাউস বা ল্যাপটপের টাচপ্যাড কাজ না করে? তখন কি করবেন? নিশ্চয়ই নতুন মাউস কিনে ব্যবহার করবেন। কিন্তু ধরুণ আপনার অতি গুরুত্বপূর্ণ
কাজ করা দরকার, অথচ এমন সময়ে মাউস কাজ করছে না, তখন কি করবেন? চিন্তার প্রয়োজন নেই অতি-প্রয়োজনীয় মুহুর্তে চাইলে আপনার কি-বোর্ড দিয়েই সেরে ফেলতে পারেন মাউসের যাবতীয় কাজ।
ড্যাফট লজিক অ্যারো মাউস খুবই ছোট্ট একটি সফটওয়্যার যার সাহায্যে মাউসের বা টাচপ্যাডের যাবতীয় কাজ খানিকটা হলেও কি-বোর্ডের মাধ্যমে করা সম্ভব। CTRL চেপে ধরে অ্যারো বাটন গুলো প্রেস করে আপনি মাউস কার্সর নড়াচড়া করাতে পারবেন। যারা অ্যারো বাটন কি চিনতে পারেননি তারা নিচের ছবিটি দেখে নিতে পারেনঃ
CTRL চেপে ধরে স্পেস প্রেস করলে তা মাউসের বাম বোতামে ক্লি করার মতো কাজ করবে আর CTRL চেপে ধরে Enter প্রেস করে ফাইল/ফোল্ডার খুলতে পারবেন।
সফটওয়্যারটি চালাতে কম্পিউটারে যা যা থাকা আবশ্যকঃ
১.উইন্ডোজ অপারেটিং সিস্টেম।
২.ডট নেট ফ্রেইমওয়্যার্ক।
সফটওয়্যারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন এবং মাউস বা টাচপ্যাড ছাড়াই চালান আপনার কম্পিউটার বা ল্যাপটপ।
পোস্ট সম্বন্ধে আপনার ভালো লাগা, মন্দ লাগা জানাতে ভুলবেন না কমেন্টে, কোন প্রকার সাজেশন থাকলে সেটাও জানাতে পারেন।
কম্পিউটার হার্ডওয়্যার টিপস পর্ব - ১২ মাউস বা ল্যাপটপের টাচপ্যাড অকেজো হয়ে পড়লে যা করবেন
Reviewed by Anonymous
on
6:38 AM
Rating:
No comments: