ফেসবুক ফ্যান পেজে নির্দিষ্ট সময় পর পর স্বয়ংক্রিয় ভাবে পোস্ট হবে। পছন্দ মতো।


কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে আরেকটা মজার জিনিস শেয়ার করবো। টাইটেল দেখেই যারা বুঝে গেছেন তারা চলে যান। যারা জানেন না তারা বাকিটা পড়ুন।
এটা কোন সফটওয়্যারের কাজ না, ফেসবুকেরই একটা সুবিধা হয়তো অনেকেরই নজরে পরে নি। আপনার ফ্যান পেজে একটা ছবি বা লিখা পোস্ট করার সময় নির্দিষ্ট একটা টাইম দিতে পারবেন যখন এই পোস্ট টা পাবলিশ হবে। এটা শুধু মাত্র ফেসবুক ফ্যান পেজের জন্য, প্রোফাইলে হবে না।
মনে করুন সামনের পাঁচ দিন আপনি ব্যাস্ত থাকেন ফেসবুকে আসতে পারবেন না। আপনি চাইলে পাঁচ দিনের পোস্ট একদিনেই করতে পারবেন। কিন্তু ফেসবুক তা পাবলিশ করবে আপনার ঠিক করে দেওয়া সময় মতো। দেখুন কিভাবে করবেন।
ফেসবুক
পোস্ট করার সময় কেউ কি কোনদিন এই লাল দাগ দেওয়া আইকনে ক্লিক করেছেন? না করলে এখন করুন। ক্লিক করার পর নিচের মতো আসবে।
facebook, ফেসবুক
স্ট্যাটাস/ছবি দিয়ে টাইমের আইকনে ক্লিক করে তারিখ এবং সময় সেট করে Schedule এ ক্লিক করলেই হয়ে যাবে। পাঁচ মিনিটের বেশি সময় দিতে হবে। অনেকে হয়তো টেস্ট করার জন্য একমিনিট পরের Schedule দিয়ে রাখবেন। কমপক্ষে পাঁচ মিনিট পর দিতে হবে।
তাহলে যত খুশী তত পোস্ট Schedule করে রাখুন।
ফেসবুক ফ্যান পেজে নির্দিষ্ট সময় পর পর স্বয়ংক্রিয় ভাবে পোস্ট হবে। পছন্দ মতো। ফেসবুক ফ্যান পেজে নির্দিষ্ট সময় পর পর স্বয়ংক্রিয় ভাবে পোস্ট হবে। পছন্দ মতো। Reviewed by Anonymous on 7:00 AM Rating: 5

No comments:

Powered by Blogger.