Auto SMS Sender Pro Free নিয়ে এলাম একটি কাজের App



নিয়ে এলাম একটি কাজের App-Auto SMS Sender Pro। এর সাহায্যে আপনি নির্ধারিত সময়ে মেসেজ করতে পারবেন আপনার প্রিয় এন্ড্রয়েড ডিভাইসের সাহায্যে।


ধরুন আপনি কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চান ঠিক রাত ১২.০০ টার দিকে(আসলেই কি চান নাকি?? । কিন্তু বাঁধ সাধল ১১.০০ টার দিকে অনাকাঙ্ক্ষিত ঘুম করবেনটা কি?? ১২.০০ টা পর্যন্ত জাগার কোন কারণ নেই, কারণ আপনার শরীর সেই অকারণটাকে পর্যুদস্ত করে নিজস্ব (দৈহিক) কারণে আপনাকে বিছানায় যেয়ে আরামের ঘুম দিতে বাধ্য করবে (কিন্তু আপনি জেগে থাকতে চাইলে মাথায় পানি ঢালেন/কফি খান/ব্যায়াম করেন, আমার কি?? তোহ আপনার সেই কাজটাই (ঐ যে মেসেজিং এর কাজ... আপনি আবার কি ভাবসিলেন??) করে দিতে আজকের এই পোস্ট!!! (তাই নাকি?
আচ্ছা আসল কথায় আসি (তাইলে এতক্ষণ কি বকবক করলাম? । চলুন একনজরে দেখে নেই এর ফিচার (এর আবার কি দেখার আছে?? জানিই তোহ!)-
* Advanced Second to Year (with number frequency) option (মানে কি!!)
* Auto Forward Feature- একাধিক ব্যক্তিকে মেসেজ ফরোয়ার্ড করার সুবিধা (হুম থাকবারই কথা )
* প্রত্যেক মেসেজ পড়ার সুবিধা (এ আবার নতুন কি?)
* দিন ও রাতের জন্য আলাদা থিম
* Auto Reply Option- যেকোন মেসেজ এর অটো রিপ্লাই পাঠানোর সুবিধা (ভালো তোহ, ভালো না!)
* Intelli-Sense for Keyword- # দিলেই সম্ভাব্য কি-ওয়ার্ড দেখাবে (দেখাতেই পারে )
* এডভান্সড মেসেজ শিডিউলিং সুবিধা
* ডিভাইস Reboot করলে মেসেজ অটো রি-শিডিউল হবার ফিচার(Pro)
* Delivery Status Checking সুবিধা
* # Tag এর সাহায্যে একাধিক ব্যক্তিকে মেসেজ পাঠানোর সুবিধা
* মেসেজ Backup ও Restore সুবিধা
* Floating Menu সুবিধা
* Facebook/Twitter/What's App এ মেসেজ শেয়ারিং সুবিধা
* সবচাইতে বড় সুবিধা যেকোন সময় যে কাউকে মেসেজ শিডিউল করে পাঠানোর সুবিধা (এইটা না থাকলে এতক্ষণ পড়লাম কি জন্য?) এবং আরও অনেক ফিচার......
আর কত বলব (মনে মনে- যত পারেন!) আমারও নিদ্রা আসিতেছে (After all Am a human man!) আপনারা নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নেন, আমি তবে এবার শয়ন করিতে প্রস্থান লই। ধন্যবাদ

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন


Auto SMS Sender Pro Free নিয়ে এলাম একটি কাজের App Auto SMS Sender Pro Free নিয়ে এলাম একটি কাজের App Reviewed by Anonymous on 8:20 AM Rating: 5

No comments:

Powered by Blogger.