আপনার কম্পিউটার Shutdown এবং Restart করুন কয়েক সেকেন্ডের মধ্যে
How to Make Windows Shut Down Faster |
আমাদের কম্পিউটার বন্ধ করার সময় মাঝে মাঝে অনেক সময় নেয়। বা অনেক সময় বন্ধ হয় না। এর কারণ হচ্ছে আমাদের কম্পিউটারে অনেক প্রোগ্রাম চালু থাকে যা আমাদের কম্পিউটার বন্ধ করা বাধাগ্রস্ত করে। অনেক সময় এই পোগ্রামগুলো বন্ধ হতে বেশি সময় নেয়। তাই এই সমস্যা থেকে সমাধান পেতে আপনাদের সাথে দারুন একটা ট্রিক্স শেয়ার করছি।
আপনার কম্পিউটার দ্রুত বন্ধ হতে সাহায্য করবে Fast shutdown সফটওয্যারটি। এই সফটওয্যারটি দিয়ে যে কোন কম্পিউটার ২ সেকেন্ডের মধ্যে কম্পিউটার Shutdow এবং Restart করা সম্ভব।
Fast Shutdown একটি ওপেন সোর্স সফটওয়্যার।
ইনষ্টল করার পদ্ধতি :
১.ডাউনলোড করার পর Fast_shutdown.exe ফাইলটাতে ডাবল ক্লিক করুন।
২. ৩ বার Next এ ক্লিক করুন। তারপর Install বাটনে ক্লিক করুন।
৩. তারপর Finish বাটনে ক্লিক করুন।
>>ইনষ্টল শেষ<<
এবার দেখুন আপনার ডেস্কটপ স্ক্রিনে ৩ টি Shortcut(Shutdown, Restart, Hibernate)তৈরি হয়ে গেছে।
আপনার কম্পিউটার যদি বন্ধ করতে হয়ে তাহলে ডেস্কটপ থেকে Shutdown Shortcutটিতে ক্লিক করুন। তাহলে কয়েক সেকেন্ডে মধ্যে কম্পিউটার বন্ধ হয়ে যাবে।
আপনার কম্পিউটার যদি Restart করতে হয়ে তাহলে ডেস্কটপ থেকে Restart Shortcutটিতে ক্লিক করুন।
এই টিউনটিতে কোথাও যদি ভুল হয়ে তাহলে ক্ষমা সরূপ দৃষ্টিতে দেখবেন।
আপনার কম্পিউটার Shutdown এবং Restart করুন কয়েক সেকেন্ডের মধ্যে
Reviewed by Anonymous
on
11:55 AM
Rating:
No comments: