internet download manager pre activated


আমি আপনাদেরকে অতি পরিচিত এবং অতি প্রয়োজনীয় একটি সফটওয়্যারকে অতি সহজে কিভাবে আপনার নিজের নামে সারা জীবনের জন্য ফ্রী রেজিস্ট্রেশন করে ফেলবেন সেটি দেখাব।  টিউনের হেডিং দেখে এতক্ষনে নিশ্চয়ই বুজে ফেলেছেন আমি কোন সফটওয়্যারটি সম্পর্কে বলতে যাচ্ছি।  হ্যাঁ, “ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার” যেটিকে সংক্ষেপে আইডিএম (IDM) বলা হয়ে থাকে। বস্তুত; সারা দুনিয়ায় ইন্টারনেট জগতে কোনো কিছু ডাউনলোড করার জন্য আইডিএম (IDM) এর মত শক্তিশালী ও বহুমূখী কার্যক্ষমতা সম্পন্ন কোনো সফটওয়্যার এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি।  ছবি, ওডিও, ভিডিও, সফটওয়্যার সহ সে কোনো ধরনের ফাইল অনায়াসেই ডাউনলোড করা যায় IDM এর সাহায্যে।  তাই অনেকের কাছে এই সফটওয়্যারটির ব্যাপারে এক অজানা কৌতূহল থেকেই যায়।

প্রতিদিন ইন্টারনেটে যারা কিছুনা কিছু ডাউনলোড করে থাকে তারা এই সফটওয়্যারটি বিভিন্ন ভাবে ইউজ করে থাকে। কিন্তু কিছুদিন পর পর আপডেট চাওযার কারনে সিরিয়াল নাম্বার ইনভেলিড (Invalid) হয়ে যায় এবং "ফেইক সিরিয়াল নাম্বার (fake serial number)" মেসেজ দেখায়।   তারপর বরাবরের মতই “রেজিস্ট্রেশন বক্স” শো করে যার কারনে আর ব্যবহার  করতে পারেননা। তাই বেশিরভাগ ক্ষেত্রে হতাশ হয়ে অনেকেই IDM ব্যবহার করা ছেড়ে দেয় সুতরাং উপরোক্ত কারনে যারা IDM আর ব্যবহার করতে পারছেন না বা ব্যবহার করছেন না, আমার এই টিউনটি মূলত তাদের জন্যই।
 ডাউনলোড লিঙ্ক থেকে সহজে ডাউনলোড করে ইনস্টল করার জন্য নিচের ভিডিও টি একবার দেখে নিতে পারেন। আশা করি কাজে লাগবে!!

internet download manager pre activated Download Link


internet download manager pre activated internet download manager pre activated Reviewed by Anonymous on 2:27 AM Rating: 5

No comments:

Powered by Blogger.