avg tuneup 2020 with serial

avg-tuneup-2020-with-serial
avg tuneup 2020 with serial
AVG টিউন আপ ইউটিলিটি

মাইক্রোসফট উইন্ডোজের জন্য ডিজাইন করা এমন একটি সফটওয়্যার স্যুট হলো টিউনআপ ইউটিলিটি, যা কমপিউটার সিস্টেম ম্যানেজ, মেইনটেইন, অপটিমাইজ, কনফিগার এবং ট্রাবলশুট করার কাজে সহায়তা করে।

মূলত পিসি টিউনআপ ইউটিলিটি হলো এমন এক অ্যাপ্লিকেশন, যা কমপিউটারের গভীরে ঢুকে এবং সমস্যাযুক্ত এরিয়া ফিক্স করে। এটি আপনার পিসির হার্ডড্রাইভ ডিফ্র্যাগমেন্ট করা, সমস্যাকর উইন্ডোজ রেজিস্ট্রি অবিশ্বাস্যভাবে রিপেয়ার করা, অপ্রয়োজনীয় ও ডুপ্লিকেট ফাইল ডিলিট করা, মূল্যবান ডিস্ক স্পেস বাঁচানোসহ বেশ কিছু ফাঙ্কশন কার্যকর করে। কিছু কিছু টিউনআপ ইউটিলিটি শুধু ওইসব বেসিক ফাঙ্কশন কার্যকর করলেও কিছু কিছু ইউটিলিটি আছে যেগুলোতে সম্পৃক্ত করা হয়েছে আরও ব্যাপক-বিসত্মৃতির ক্ষমতার ফিচার, যা আপনার কমপিউটারের পারফরম্যান্সকে দারুণভাবে উন্নত করে থাকে।

সহজ কথায় বলা যায়, মন্থর পিসিকে নতুন পিসির মতো কর্মদক্ষতা দেয়ার জন্য নিচে বর্ণিত শীর্ষ রেটেড টিউনআপ ইউটিলিটিগুলোর মধ্যে যেকোনো একটি ব্যবহার করতে পারেন। এ লেখায় উল্লিখিত টিউনআপ ইউটিলিটিগুলোর মধ্যে কয়েকটি ফ্রি। বাকিগুলো অর্থের বিনিময়ে কিনতে হয়।

avg-tuneup-2020-with-serial
avg tuneup 2020 with serial

নতুন পিসি কেনা হয় অনেক আশা ও উদ্দীপনার সাথে। নতুন পিসিটি হতে পারে একটি বাজেট ডেস্কটপ পিসি বা বাজেট বিজনেস ল্যাপটপ বা গেমিং ডেস্কটপ পিসি। নিঃসন্দেহে বলা যায়, নতুন অবস্থায় এটি সর্বোচ্চ ক্ষমতায় রান করবে। তবে তা খুব বেশিদিন স্থায়ী হয় না। কেননা, পিসি যত বেশি ব্যবহার হবে ক্রমান্বয়ে তা তত গতি তথা ক্ষমতা হারাতে থাকবে। এমন অবস্থায় টিউনআপ ইউটিলিটির প্রয়োজনীয়তা অনুভূব করে থাকেন ব্যবহারকারীরা

আসলে সব কমপিউটারই তার প্রথম দিনের ক্ষমতা তথা ঔজ্জ্বল্য হারাতে থাকে এবং পরিণত হয় অস্বাভাবিক তন্দ্রাচ্ছন্ন তথা মন্থর, সারাহীন এবং আস্থাহীন এক কমপিউটারে। কমপিউটার অব্যাহতভাবে ব্যবহারের কারণে অপারেটিং সিস্টেম ক্রমাগতভাবে অপ্রয়োজনীয় উপাদানে পরিপূর্ণ হয়ে উঠতে থাকে, যেহেতু পিসিতে প্রতিনিয়তই যুক্ত হয় নতুন নতুন অ্যাপস এবং অসম্পূর্ণভাবে ডিলিট করা অ্যাপ উপাদান, আড়ালে থেকে যাওয়া ড্রাইভ ও অন্যান্য সিস্টেম ডিট্রিউটাস। আমাদের হার্ডড্রাইভ পরিপূর্ণ থাকে ভুলে যাওয়া ফাইলগুলো দিয়ে, যেগুলো ফোল্ডারে পরিত্যক্ত অবস্থায় থেকে যায়, যেগুলোর অস্তিত্ব আমরা সাধারণত ভুলে গিয়ে থাকি।

পর্দার আড়ালে প্রোগ্রাম তৈরি করে প্রচুর পরিমাণে ক্যাশড ফাইল, যেগুলোর সম্পর্কে আসলে আমরা কিছুই জানি না। মূলত আমাদের হার্ডড্রাইভ রান করতে চেষ্টা করে, তাই এটি ওএস- কে ব্যাহত করে। এছাড়া পুরনো বা সেকেলের ড্রাইভার যথাযথভাবে কাজ করতে বাধা দেয়। টুলবার ও অন্যান্য অবাঞ্ছিত পস্নাগইন আমাদের ব্রাউজারের স্বাভাবিক গতিকেও ব্যাহত করে।

কিভাবে ডাউনলোড করবেন এবং ইন্সটল করবেন নিচের ভিডিও দেখুন

 Serial Key:  GV2WLG-2A2HP2-4847H6

avg tuneup 2020 Download Link



avg tuneup 2020 with serial avg tuneup 2020 with serial Reviewed by Anonymous on 7:57 AM Rating: 5

No comments:

Powered by Blogger.