movavi video editor business full version with crack

movavi-video-editor-business-full
movavi video editor business full version with crack
ইউটিউব, ফেসবুক এর এই যুগে ভিডিও আপলোড হচ্ছে অহরহ। কিন্তু কোন ভিডিও আপলোড করার জন্য সেটাকে এডিট করার প্রয়োজন হয়। আর তার জন্য প্রয়োজন একটি ভিডিও এডিটিং সফটওয়্যার। যার মাধ্যমে কোন একটি ভিডিওকে সহজেই এডিট করে সেটাকে মনোরম ও সুন্দর করে তোলা যায়। এই পোস্টে আমরা একটি ভিডিও এডিটিং সফটওয়্যার সম্পর্কে জানবো যার নাম Movavi Video Editor এবং এটা Business এডিশন।

প্রযুক্তির এই সহজলভ্য দুনিয়ায় বর্তমান সময়ে গুগলে সার্চ দিলে শত শত ভিডিও এডিটিং সফটওয়্যার পাওয়া যাবে। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই ঠিক মতো বাছাই করতে না পারার কারণে সেই সফটওয়্যারটি মনের মতো হয় না। কিংবা তাতে এডিটিংও বেশি ভালো হয় না। তাই চলুন জেনে নেওয়া যাক movavi ভিডিও এডিটিং সফটওয়্যার সম্পর্কে।

অ্যাডভান্স এডিটিং টুলস, রিয়েল টাইম ইফেক্ট, পরিকল্পিত ডিজাইন ইন্টারফেস movavi কে পেশাদারী মানের ভিডিও সম্পাদনের জন্য একটি অসাধারণ সফটওয়্যার এ পরিণত করেছে। ভিডিও ক্লিপ মিশ্রন এবং ফিল্টার প্রয়োগ করার জন্য এই সফটওয়্যারটি একটি সহজ ও সুবিধাজনক সফটওয়্যারগুলোর মধ্যে অন্যতম। সিম্পল এবং সহজ টাইমলাইন এডিটিং সুবিধাসহ অডিও ভিডিও যুক্ত করার মতো সুবিধাও এতে রয়েছে। সফটওয়্যারটি ইন্সটল করার জন্য অবশ্যই নিচের সিস্টেমসমূহ থাকা লাগবে।

সিস্টেম রিকোয়ারমেন্টস:
  • উইন্ডোজ ভিস্তা, উইন্ডোজ 7, উইন্ডোজ 8 / 8.1 এবং উইন্ডোজ 10
  • ইন্টেল i7 চিপসেট , ফাস্ট AMD চিপসেট
  • 3 গিগাবাইট র‍্যাম বা উচ্চতর
  • দুটি উচ্চ-রেজুলেশন (1920 x1080) বা এর উপরে
  • PCI এক্সপ্রেস গ্রাফিক্স কার্ড (NVIDIA বা AMD) 1 গিগাবাইট বা উচ্চতর এবং DirectX 9 (উইন্ডোজ শুধুমাত্র) সমর্থন সহ
  • পৃথক মিডিয়া এবং সিস্টেম ড্রাইভ
  • সাউন্ড কার্ড
  • এছাড়াও movavi video editor ইনস্টলেশন জন্য 200MB ডিস্ক স্পেস থাকা লাগবে।

ভিডিও ট্রানজিশন, ভিডিও ইফেক্ট, অডিও ইফেক্ট, এডজাস্টম্যান্ট লেয়ারস, ট্র্যাকিং ইফেক্ট, ক্লিপ স্পীড, রিয়েল টাইম রেন্ডার সহ অসংখ্য ফিচার প্রিমিয়ার প্রোতে রয়েছে। সফটওয়্যারটি ৩৬০ ডিগ্রী ভিআর কন্টেন্ট, ৪কে এবং এইচডিআর ভিডিও সাপোর্ট করে।

কি ভাবে ইন্সটল ও বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখুন।

Movavi Video Editor Download Link  Movavi Video Editor Download Link




movavi video editor business full version with crack movavi video editor business full version with crack Reviewed by Anonymous on 3:51 AM Rating: 5

No comments:

Powered by Blogger.