Smadav Pro 2020 With Serial Key Lifetime
Smadav Pro 2020 With Serial Key Lifetime |
কেমন আছেন সবাই, আশাকরি সবাই ভাল আছেন? আমি ও ভাল আছি। আমরা যারা কম্পিউটার ব্যবহার করি থাকি তাদের যেকোন ধরনের ভাইরাস প্রটেক্সন করার জন্য এন্টিভাইরাস দরকার হয়ে থাকে
আমাদের দেশের কম্পিউটার গুলো যেসব ভাইরাসে বেশি আক্রান্ত হয় USA, UK, Australia এর মতো দেশে ততটা হয় না, এর অনেক কারন আছে । সেগুলো হলো আমরা যে সাইট গুলো তে বেশি বিচরন করি তারা করে না। এছাড়া ইদানিং আমাদের দেশের কিছু সোনার টুকরা ছেলে যারা কিনা কম্পিউটার সায়েন্স এর মতো বিষয়ে পড়া শুনা করে শুধু মাত্র মজা করার জন্য বা প্র্যাকটিস করার জন্য পুরাতন ভাইরাস কোড গুলোকে ব্যবহার করে নতুন কিছু ভাইরাস তৈরী করছে। শুধু তৈরীই করছে না, সেই সাথে পেন ড্রাইভ, বিভিন্ন দেশী সাইটে এ্যড করে, ব্লগে দেয়া সফটওয়্যারের সাথে, ফাইল শেয়ারিং সাইটে আপলোড, পাইরেটেড সফটওয়্যারের সিডিতে কপি এর মতো বিভিন্ন পদ্ধতিতে তা আমাদের কম্পিউটারে ছড়িয়ে দিচ্ছে।
আর এ ভাইরাস সহ ফাইল গুলো অনেকে না বুঝে ডাউনলোডও করে নিচ্ছে। সফটওয়্যার পেলেই হল ডাউনলোড শুরু। সফ্টওয়্যার টা আদৌ তার কাজে লাগবে কিনা, সফটওয়্যারটা নিরাপদ কিনা ভাবে না। ফলে হাজার হাজার কম্পিউটার আক্রান্ত হচ্ছে এমন ভাইরাস দিয়ে যেগুলোকে এন্টিভাইরাস ডিটেক্ট করে না । আমাদের দেশের 5 ভাগ ব্যবহারকারী বাদে বাকি সবাই চুরি করে বিকল্প ভাবে বিভিন্ন এন্টিভাইরাস ব্যবহার করি ফলে বিভিন্ন উন্নত দেশের এন্টিভাইরাস প্রস্তুতকারী প্রতিষ্ঠান আমাদের দেশের এসব ভাইরাস নিয়ে খুব একটা মাথা ঘামায় না কারন আমাদের দেশে তারা কোন ব্যবসা করতে পারে না।
আজ আমি যেই এন্টিভাইরাস নিয়ে কথা বলবো সেটি হচ্ছে SMADAV প্রো ২০২০ তাদের নতুন ভারসন বের করেছে কিছু দিন আগে। এই এন্টিভাইরাসটি হচ্ছে ইন্দোনেশিযান। তবে বাংলাদেশে এর জনপ্রিয়তা ভালই।
প্রথমে নিচের লিংক থেকে ডাউনলোড করুন এবং যা করতে হবে নিচের ভিডিওটি অনুসরন করুন।
ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
Smadav Pro Download Link
Smadav Pro 2020 With Serial Key Lifetime
Reviewed by Anonymous
on
8:59 AM
Rating:
No comments: