IObit Smart Defrag Pro পিসির স্পীড হবে এক্সট্রিম।

iobit-smart-defrag-pro
IObit Smart Defrag Pro
সবাই আশা করি ভালই আছেন। অনেক দিন পর টিউন করতে বসলাম। যাই হোক এবার কাজের কথায় আসি আজকে আমি যে সফটওয়্যারটি শেয়ার করছি, তার নাম  Iobit Smart Defrag।নাম শুনেই বুঝতে পারছেন এটি Iobit এর তৈরি। Iobit এর সফটওয়্যার সম্পর্কে আশা করি সবার ধারণা আছে। অ্যাওয়ার্ড উইনিং Advanced System Care সফটওয়্যার এই Iobit এর তৈরি। Advanced System Care এর সাথেও Defragment Tool থাকে।

আপনার পিসির স্পীড অনেকাংশেই কমে যায় যদি পিসিকে ঠিকঠাক ডিফ্রেগমেন্ট না করা হয়। আর এ সবের জন্য আমরা কত কিছুই না ব্যবহার করি,কত ইউনিলিটিস ইত্যাদি ইত্যাদি।এসব হেভী ইউনিলিটিস ব্যবহারে নস্ট হয় আমাদের দুর্বল পিসির মহামুল্যবান RAM।

প্রতি সপ্তাহে অন্তত ১বার পিসিকে ডিফ্রেগমেন্ট করা উচিত তার সু-সাস্থের জন্য। উইন্ডোজ এর নিজস্ব একটি ডিফ্রেগমেন্ট অপশন অবশ্য আছে তবে আমার কাছে জুতের মনে হয় না।আমি ব্যাক্তিগত ভাবে লাইটওয়েট সফটওয়্যার ব্যবহার করতে বেশি সাচ্ছন্দ বোধ করি কারন এগুলো খুব বেশি RAM ইউজ করে না।

যাই হোক আজকে আপনাদের আমি পরিচয় করিয়ে দেব তেমনি একটি লাইটওয়েট সফটওয়্যার এর সাথে। এর নাম "Iobit Smart Defrag"। এটি ফ্রীওয়্যার কিন্তু পিসির ড্রাইভ কে ডিফ্রেগমেন্ট করতে অতুলনীয়।যা আপনারা ইউজ না করলে বুঝতে পারবেন না। এটি অত্যান্ত কম সময়ের মাঝে ডিক্স ডিফ্রেগমেন্ট করতে ওস্তাদ।
কেন আমি Smart Defrag ব্যবহার করব?
  • Smart Defrag এর মাধ্যমে নিখুঁতভাবে ডিস্ক ডিফ্র্যাগমেন্ট করা যায়।
  • এটি হার্ড ড্রাইভের ম্যাক্সিমাম পারফর্মেন্স নিশ্চিত করে।
  • এটি Iobit এর লেটেস্ট "Disk Defrag Engine "এবং "Boot Time Disk Defrag" প্রযুক্তিসমৃদ্ধ।
  • ডিফ্র্যাগমেন্টেশন এর পূর্বে যঙ্ক ফাইল ক্লিন করে জায়গা বাঁচায়।
  • প্রথম ডিফ্র্যাগমেন্ট টুল যেটা উইন্ডোজ 10 বা এর পরবর্তী ভার্সন 12 সাপোর্ট করে।
  • ব্যাকগ্রাউন্ডে কাজ করে।
  • বড় Hard Disk এরও উপযোগী

১০০ % ভাইরাস মুক্ত।  তাই আপনি চাইলে এখনি নামিয়ে নিতে পারেন এই সফটওয়্যার টি। শেষ করার আগে বলি নিচের ভিডিওটি দেখবেন কিভাবে সেটআপ করবেন ফুল ভার্শন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেয।

IObit Smart Defrag Download Link


IObit Smart Defrag Pro পিসির স্পীড হবে এক্সট্রিম। IObit Smart Defrag Pro পিসির স্পীড হবে এক্সট্রিম। Reviewed by Anonymous on 5:54 AM Rating: 5

No comments:

Powered by Blogger.