অভাবনীয় বলবেন কথা বাংলায়, হয়ে যাবে লেখা… বাংলাতেই!
টাইটেল দেখে ভাবতেই পারেন ভুল দেখলেন কিনা। না, আপনি ঠিকই দেখছেন। কলকাতার বাংলা-টেক মিডিয়া এবার তৈরি করল Bangla Speech to Text সফটওয়্যার ।
ইংলিশ ভাষার জন্য এমন অনেক সফটওয়্যার থাকলেও বাংলার ভাষার জন্য এর আগে এমন কোন সফটওয়্যার ছিল না।
এই সফটওয়্যারটি ২ ধাপে কাজ করে। প্রথমে এটি আপনার কথাকে ইংলিশ ফনেটিক ফর্ম এ নিয়ে আসে। এরপর সেই ফনেটিক ফর্ম থেকে বাংলা লেখায় রূপান্তর করে।
ব্যাবহার পদ্ধতিঃ
ধন্যবাদ ।
ইংলিশ ভাষার জন্য এমন অনেক সফটওয়্যার থাকলেও বাংলার ভাষার জন্য এর আগে এমন কোন সফটওয়্যার ছিল না।
এই সফটওয়্যারটি ২ ধাপে কাজ করে। প্রথমে এটি আপনার কথাকে ইংলিশ ফনেটিক ফর্ম এ নিয়ে আসে। এরপর সেই ফনেটিক ফর্ম থেকে বাংলা লেখায় রূপান্তর করে।
ব্যাবহার পদ্ধতিঃ
- প্রথমে এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
- সফটওয়্যারটি রান করান।
- প্রথমে আপনাকে রেজিস্ট্রেশান করতে হবে। আপনার নাম এবং ইমেইল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশান করুন।
- এরপর আপনার ইমেইল অ্যাড্রেস এ ১-২৪ ঘণ্টার মধ্যে ১টি লাইসেন্স কী আসবে। ( একটু ধৈর্য ধরুন। আমার লাইসেন্স কী ২ ঘণ্টা পর পেয়েছি )
- লাইসেন্স কী পাওয়ার পর সফটওয়্যারটির নিচের দিকে লাইসেন্স কী প্রবেশ করান এবং ACTIVATE বাটনটি চাপুন। (নাম এবং ইমেইল অ্যাড্রেসও উপরে লিখতে হবে যা দিয়ে রেজিস্ট্রেশান করেছিলেন। ব্যাস ! কাজ শেষ।
- এবার আপনি START নামে একটি বাটন দেখতে পাবেন। এই বাটন এ ক্লিক করে মাইক্রোফোনে বাংলায় কিছু বলে STOP বাটন এ ক্লিক করুন। এবার PROCESS বাটন এ ক্লিক করুন।
- কিছুক্ষণের মধ্যেই আপনি যা বলেছেন তা বাংলা লেখা আকারে আপনার সামনে হাজির হবে। এটা আপনি কপি-পেস্ট করতে পারবেন।
ধন্যবাদ ।
অভাবনীয় বলবেন কথা বাংলায়, হয়ে যাবে লেখা… বাংলাতেই!
Reviewed by Anonymous
on
6:55 AM
Rating:
No comments: