হ্যাক হয়ে গেলে সংকেত দেবে গুগল ক্রোম

গুগল জানিয়েছে, বিশ্বজুড়ে ক্রোম ব্যবহারকারীদের এক নম্বর অভিযোগ হচ্ছে সফটওয়্যারটি হ্যাক হওয়ার ঝুঁকি। হ্যাকাররা বিভিন্ন ম্যালিসিয়াস সফটওয়্যার সরবরাহের মাধ্যমে ক্রোম হাউজ্যাকের চেষ্টা করে থাকে। এগুলো ব্রাউজারের মধ্য দিয়ে ব্যবহারকারীর ইউজারনেম, পাসওয়ার্ড প্রভৃতি ব্যক্তিগত তথ্য চুরি করে।
মিঃ আপসন এই বলে সতর্ক করেছেন যে, হ্যাকিং দ্বারা ব্রাউজারের সেটিংস একবার পরিবর্তন হলে সেটি আর পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নয়। কিন্তু গুগল ক্রোমের নতুন নোটিফিকেশন সিস্টেম ব্রাউজারটির সকল এক্সটেনশন, অ্যাপ, থিম প্রভৃতি সেটিংস মুছে দিয়ে একে ফ্যাক্টরি (অরিজিনাল) মুডে নিয়ে যাবে।
উক্ত ঘোষণার মাত্র সপ্তাহদুয়েক আগে ক্রোম ওয়েব স্টোর থেকে শর্ত ভংগের দায়ে দুটি এক্সটেনশন সরিয়ে ফেলে গুগল। এগুলো ব্যবহারকারীর ওয়েব ব্রাউজিংয়ের সময় পপ-আপ উইন্ডো এনে অ্যাড প্রদর্শন করত।
হ্যাক হয়ে গেলে সংকেত দেবে গুগল ক্রোম
Reviewed by Anonymous
on
6:44 AM
Rating:

No comments: