জেনে নিন, বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে তোলে আপনার যেসব বিষয়গুলো !
কখনো ভেবে দেখেছেন কি, আপনার কোন বিষয়গুলো বিপরীত লিঙ্গের মানুষকে আকর্ষণ করে? একজন নারীর চোখে পুরুষের কোন বিষয়গুলো আকর্ষণীয় বা একজন পুরুষ নারীদের কোন ব্যাপারটিকে ভালোবাসেন? নারী-পুরুষ নির্বিশেষে কিছু ব্যাপার আছে, যেটা বিপরীত লিঙ্গের মানুষকে আকর্ষণ করবেই করবে। চিনে নিন সেই ব্যাপারগুলো এবং আরেকটু বাড়িয়ে তুলুন নিজের আকর্ষণ।
যেকোনো মানুষের কাছেই অন্য মানুষের সবচাইতে আকর্ষণীয় ব্যাপারটি হচ্ছে হাসি। আপনি কত সুন্দর করে আর সহজ ভাবে হাসতে পারেন, সেটাই বাড়ায় আপনার আকর্ষণ।
পোশাক যেমনই হোক, সেটা যদি হয় পরিপাটি ও পরিছন্ন, তাহলে তা বিপরীত লিঙ্গের কাছে আপনার আকর্ষণ বাড়িয়ে তোলে বহুগুণে।
সুন্দর বাচনভঙ্গী একটি দারুণ গুরুত্বপূর্ণ বিষয় যে কারো জন্যই। আপনি যদি সুন্দর করে কথা বলতে জানেন, তাহলে বিপরীত লিঙ্গের মন জয় করা কোন বিষয়ই না।
উচ্চতা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বৈকি। নারী-পুরুষ নির্বিশেষে লম্বা মানুষের প্রতি অধিক আকর্ষণ বোধ করে
মোটা-চিকন যাই হোক না কেন, দেহের সুন্দর শেপ বিপরীত লিঙ্গকে আকর্ষণ করবেই করবে।
অন্যের সাথে আপনার ব্যবহার কেমন, এটা কিন্তু বিপরীত লিঙ্গের মানুষেরা খুব খেয়াল করেন। কারণ তারা সেটা দেখেই বোঝার চেষ্টা করেন যে আপনি মানুষটা কেমন। তাই সুন্দর ব্যবহার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাপার।
◘আপনার শিক্ষাগত যোগ্য, পেশা, শখ ইত্যাদি ব্যাপারও কিন্তু বিপরীত লিঙ্গের কাছে খুবই আকর্ষণের একটা জায়গা।
শুনতে অদ্ভুত শোনালেও এটা খুবই সত্য যে আপনার পরিবারও বা পারিবারিক অবস্থাও বিপরীত লিঙ্গকে আকর্ষণ বা বিকর্ষণ করে।
আপনি কাদের সাথে মেশেন, আপনার বন্ধুরা কেমন, বন্ধু মহলে আপনার অবস্থান কী ইত্যাদি ব্যাপারগুলোও বিপরীত লিঙ্গ খুব আগ্রহ নিয়েই লক্ষ্য করে থাকেন।
চোখ হচ্ছে মনের আয়না। বলাই বাহুল্য যে চোখের আবেদন অপরিসীম। সুন্দর চোখের একজন মানুষ সকলকেই আকর্ষণ করতে পারেন।
জেনে নিন, বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে তোলে আপনার যেসব বিষয়গুলো !
Reviewed by Anonymous
on
7:02 PM
Rating:
No comments: