এই চোট্টামির কি আদৌ দরকার ছিল?


ভারতের ব্যাটসম্যান যখন ক্লিয়ার আউট, সারা পৃথিবীবাসীকে স্তম্ভিত করে দিয়ে আপনি নো বল ডাকলেন। তাকে একটা অতিরিক্ত রান, অতিরিক্তি বল আর নতুন জীবন দেয়া হলো। জীবন ফিরে পেয়ে সে আরও ৪৭ করল ২৫ বলে।
আর আমাদের যে ছেলেটা পরপর দুবার সেঞ্চুরি করে সব বড় খেলোয়াড় প্রণীত সেরা বিশ্ব একাদশে জায়গা পেয়েছে, যে চলেছে তার তৃতীয় সেঞ্চুরির দিকে, তার ৬ কে আপনি আউট দিলেন। এরপর এটা খেলা থাকে না, নির্লজ্জ প্রহসন হয়ে যায়। ভারত কি নিজের যোগ্যতাতেই বাংলাদেশকে হারাতে পারে না? এই চোট্টামির কি আদৌ দরকার ছিল?
লিখেছেনঃ আনিসুল হক


এই চোট্টামির কি আদৌ দরকার ছিল? এই চোট্টামির কি আদৌ দরকার ছিল? Reviewed by Anonymous on 6:31 AM Rating: 5

No comments:

Powered by Blogger.