আসুন দেখে নেই বাংলাদেশ VS ভারত কোয়ার্টার ফাইনাল ম্যাচ নিয়ে কে কি বলছে

সাধুবাদ ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি)। সত্যিই তোমরা
(আম্পায়াররা) বিক্রি হয়ে গেলে!
-রমিজ রাজা


পাকিস্তানের আলিম দার ভারতকে মওকা দিলেন।
-শোয়েব আখতার

অবিশ্বাস্য! এক ম্যাচে এরকম দুটি সিদ্ধান্ত একটা দলকে ছিটকে
দেওয়ার জন্য যথেষ্ট।
-নাসের হুসেইন

এটা কোনোভাবেই নো বল ছিল না। কোমরের নিচে ছিল বল। এটা
ভয়ংকর সিদ্ধান্ত। ম্যাচের ভাগ্য ঠিক করে দিল।
-শেন ওয়ার্ন

গৌল্ডের সিদ্ধান্তটা একদমই বাজে। বলটা নিশ্চিতভাবেই কোমরের
উপরে ছিল না। রোহিত সৌভাগ্যক্রমে আরেকটা জীবন পেল। এইটাই
হয়তো আরও ২০ রান বেশি তুলে দেবে ভারতকে।
-ভিভিএস লক্ষ্মণ


খেলার ওরকম পর্যায়ে আম্পায়ারের ভুল সিদ্ধান্ত একটি দলের
মানসিকতা ভেঙ্গে দেয়।
-সৌরভ গাঙ্গুলি

৩০২ রান অনেক ভালো স্কোর। তবুও বাংলাদেশকে হালকাভাবে
নেওয়ার কোনো কারণ নেই। আম্পায়ারদের দুটো সিদ্ধান্ত তাদের
বিপক্ষে গেছে।
-অর্জুন রামপাল


আসুন দেখে নেই বাংলাদেশ VS ভারত কোয়ার্টার ফাইনাল ম্যাচ নিয়ে কে কি বলছে আসুন দেখে নেই বাংলাদেশ VS ভারত কোয়ার্টার ফাইনাল ম্যাচ নিয়ে কে কি বলছে Reviewed by Anonymous on 6:23 AM Rating: 5

No comments:

Powered by Blogger.