WPS Office 2020 Premium ফ্রি ডাউনলোড করুন

wps-office-2020-premium
WPS Office 2020 Premium ফ্রি ডাউনলোড করুন
আমাদের দেশের অধিকাংশ মানুষ মাইক্রোসফট অফিস ব্যবহার করে থাকেন, এবং বলা কঠিন নয় যে, খুব অল্প সংখ্যক মানুষই এটি কিনে চালান, অধিকাংশ ক্ষেত্রেই আমরা পাইরেসি করে এটি ব্যবহার করি, এতে অবশ্য আমাদের বিশেষ দোষ দেওয়ারও কিছু নেই। নবম দশম শ্রেণির পাঠ্যবইয়েও পাইরেসির সহীহ টেকনিক শেখানো হয়। তবু, আমাদের আইনানুযায়ী পাইরেসি অপরাধ হিসেবে গণ্য, যদিও আইনের প্রয়োগ নেই

এই অফিস সফটওয়্যারটি মাইক্রোসফট অফিসের খুবই চমৎকার একটি বিকল্প। এটা ক্রস প্লাটফর্ম, উইন্ডোজ, ম্যাক, অ্যান্ড্রয়েড এবং লিনাক্সে ব্যবহার উপোযোগী।

হতে পারে, আপনি এটির সাথে পরিচিত, কারণ এন্ড্রয়েডে এটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। এটির রয়েছে একটি তিনটি ভার্সন, ফ্রি ভার্সন বিনামূল্যে, প্রিমিয়াম ভার্সন প্রায় ২৫০০ টাকা/বছর, প্রোফেশনাল ভার্সন প্রায় ৬০০০ টাকা আজীবন।

মাইক্রোসফট অফিসের সাথে এটির পার্থক্য খুব একটা নেই। আসলে এটা বানানোই হয়েছে সেই উদ্দেশ্যে। এটি মাইক্রোসফট অফিসের ফরম্যাটের (.doc, .docx, .xls, .xlsx, .ppt, .pptx) সাথে ভালোভাবেই কম্প্যাটিবল। এতে ভালোভাবে বাংলা দেখা ও লেখা যায়।
এই প্যাকেজে রয়েছে

  • রাইটার (মাইক্রোসফট অফিস ওয়ার্ডের বিকল্প)
  • স্প্রেডশিট (মাইক্রোসফট অফিস এক্সেলের বিকল্প)
  • প্রেজেন্টেশন (মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের বিকল্প)

এর লিনাক্স রিলিজটি কম্যুনিটি মেইনটেইড। তাই এতে কিছু ঘাটতি রয়েছে। উইন্ডোজ ও ম্যাক ভার্সনে পিডিএফ ভিউয়ার বাড়তি পাওয়া যাবে। এছাড়া বিভিন্ন অনলাইন টেমপ্লেট পাওয়া যাবে। আবার লিনাক্স ভার্সনে কোন এড নেই, অন্তত আমি দেখিনি, তাই এদিকে এটা এগিয়ে থাকবে।

কিভাবে ডাউনলোড করবেন এবং ইনস্টল দিবেন নিচের ভিডিও দেখুন

Download Full Setup

android version






WPS Office 2020 Premium ফ্রি ডাউনলোড করুন WPS Office 2020 Premium ফ্রি ডাউনলোড করুন Reviewed by Anonymous on 5:29 AM Rating: 5

No comments:

Powered by Blogger.