Bitdefender Total Security 2020 Full Version

Bitdefender Total Security 2020 Full Version
Bitdefender Total Security 2020 Full Version

বিটডিফেন্ডার টোটাল সিকিউরিটি আসলেই টোটাল সল্যুশন একটু ভেবে দেখেন তো, এমন কাউকে কি আপনি জানেন যিনি নিয়মতই ইন্টারনেট ব্যাবহার করেন কিন্তু ভাইরাস নিয়ে কোনই চিন্তা করেন না? গত দুই বছরে সাইবার অ্যাটাক এমন বৃদ্ধি পেয়েছে যে ভাইরাস নিয়ে চিন্তা করেন না এমন মানুষ পাওয়া এখন একেবারেই দুস্কর। প্রতিদিনই নতুন নতুন ভাইরাস ইন্টারনেটে এমনভাবে ছড়িয়ে যাচ্ছে, আমাদের ফেসবুক আর টুইটার এমনকি গুগল সার্চ, কোনটাই এখন আর নিরাপদ না।

আপনার কম্পিউটার বা অফিস নেটওয়ার্ক অনেক ভাবেই ভাইরাস বা হ্যাকার দ্বারা আক্রান্ত হতে পারে। ফেসবুক, টুইটার আর গুগল সার্চের ফেইক লিঙ্ক তো বললামই, আরো আছে স্মার্টফোনের অ্যাপ, ইউআরএল শর্টেনিং সার্ভিস, ইমেইল আর অনলাইন বিজ্ঞাপন আর বহুল প্রচলিত ইউএসবি (পেন) ড্রাইভ। ভাল অ্যান্টিভাইরাসহীন কম্পিটারের জন্য প্রতিনিয়তই নতুন নতুন ফাদ পেতে তৈরী থাকে ভাইরাস/ম্যালওয়ার/ট্রোজান/স্পাইওয়ার/ফিশিং আর হ্যাকাররা।

বাংলাদেশে ভাইরাসের আক্রমন আরও অনেক বেশী ছড়ানো, এর মুল কারন হল দুর্বল/মেয়াদউত্তীর্ণ অ্যান্টিভাইরাস আর যত্রতত্র পেন ড্রাইভের ব্যাবহার। একটা উদাহরন দেই, নীলক্ষেত বা যেকোন প্রিন্টিং এর দোকানে আপনি এখন একটা কম্পিউটার পাবেন না যেটা ভাইরাস-ফ্রি। অথচ ওরা সবাই বহুল প্রচলিত একটা অ্যান্টিভাইরাস ব্যাবহার করে।

কেন বিটডিফেন্ডার
একটা ভাল অ্যান্টিভাইরাস সফটওয়ার ব্যাবহার করার এই প্রয়োজনীয়তা থেকেই বাংলাদেশে স্ফুরনল্যাবসের হাত ধরে বিটডিফেন্ডারের আগমন। স্বাভাবিকভাবেই যে প্রশ্নটা আসবে, অন্যদের চেয়ে কেন বিটডিফেন্ডার সেরা। এটার উত্তরের জন্যেই এই লেখা।

এভিটেস্টের নাম অনেকেই শুনেছেন, এদের দ্বিমাসিক তুলনামুলক রিভিউকে সব অ্যান্টিভাইরাসই যথেস্ট গুরুত্ব সহকারে প্রচার করে, অ্যান্টিভাইরাস রিভিউ ফিল্ডের বাইবেলও বলেন অনেকে। সব অ্যান্টিভাইরাসই এদের লোগো ব্যাবহার করে। আর এই এভিটেস্টের জানুয়ারী-ফেব্রুয়ারী, মার্চ-এপ্রিল, আর মে-জুন তিনটা রিভিউতেই বিটডিফেন্ডার ২০১২ আছে সবার উপরে এক নম্বরে।

বিটডিফেন্ডার ফিচার:

Device Anti-Theft-
আপনার ল্যাপটপ চুরি হলে তা পৃথিবীর যে জায়গাতেই থাকুক না কেন যদি ইন্টারনেটের সাথে যুক্ত থাকে তাহলে বিটডিফেন্ডার দিয়েই আপনি যেকোনো সময় যেকোনো জায়গা থেকে ডাটা রিমুভ করতে পারবেন, লক করে দিতে পারবেন, এমনকি ল্যাপটপের বর্তমান অবস্থানও খুঁজে নিতে পারেন।

USB Immunizer
পেনড্রাইভ, মেমোরি কার্ড, পোর্টেবল হার্ডডিস্কসহ যেকোনো ইউএসবি ডিভাইসকে স্বয়ংক্রিয়ভাবে ভাইরাসমুক্ত করে। শর্টকাট ভাইরাসক রিমুভ করে।

Parental Advisor
যেকোনো ধরনের বেঠিক তথ্যকে ব্লক করে। আর ব্লক ভাঙার চেষ্টা করলে সেটা তৎক্ষণাৎ জানিয়ে দেয় আপনাকে এন্ড্রয়েড এপের সাহায্যে।

File Encryption
গুরুত্বপূর্ণ ফাইলগুলো এনক্রিপ্টেড করে রাখার সুবিধা।

FIREWALL
বিটডিফেন্ডারের নতুন ফায়ারওয়াল ইনকামিং আউটগোয়িং সব ধরনের ট্রাফিক ফিল্টারিং করে, এমনকি ওয়াইফাই নেটওয়ার্কে থাকলেও।

Ransomware Protection
বিটডিফেন্ডার টোটাল সিকিউরিটি ২০১৬তে আছে ransomware এর বিপক্ষে শক্ত প্রতিরোধ, যা আপনার পার্সোনাল ফাইলকে আক্রান্ত হওয়া থেকে রক্ষা করে।

Autopilot
এত সব কাজ আপনাকে আলাদা আলাদা ভাবে ডিফাইন করতে হবে না। শুধুমাত্র অটোপাইলটে ক্লিক দিলেই অটোমেটিক্যালি সব হয়ে যাবে।

Photon
ভাবছেন এতসব কিছু আপনার ডিভাইসের ওপর কতটা প্রভাব ফেলবে, কতটা স্লো করবে। বিটডিফেন্ডারের নিজস্ব ফোটন প্রযুক্তি ডিভাইসের পারফরম্যান্স আর স্ক্যানিং সমান গতিতে চালাতে সক্ষম, যার জন্য পেয়েছে এভি টেস্টের বেস্ট পারফরম্যান্স এওয়ার্ড।

কিভাবে ইন্সটল করবেন নিচের ভিডিওটি দেখুন

Temporary Email Address Link


Bitdefender Downlode Link

Bitdefender Total Security 2020 Full Version Bitdefender Total Security 2020 Full Version Reviewed by Anonymous on 9:28 AM Rating: 5

No comments:

Powered by Blogger.