Photo Effect Studio Pro License Key [100% Worck]
Photo Effect Studio Pro License Key [100% Worck] |
ভার্চুয়াল দুনিয়ায় একটা সুন্দর উপস্থিতির ইচ্ছা থাকে অনেকেরই। ছবি তোলার ক্ষেত্রে সেজেগুজে বা যত্ন করে সময় নিয়ে মেকআপ করার মতো সেই সময় নেই বর্তমান ব্যস্ত জীবনে। তা ছাড়া সুন্দর করে ছবি তোলাটাও সবসময় হয়ে উঠে না। কেননা আলোর এদিক সেদিকসহ নানা বিষয় খেয়াল রাখতে হয়।
ফলে নিজের মেকআপের পরিবর্তে বরং ছবিটাকেই মেকআপ করিয়ে ফেলা সহজ ফটো এডিটিং অ্যাপস স্মার্টফোনে ব্যবহার করে। ফটো যেমনই উঠুক, একেবারে মনের মতো করে ঘষে-মেজে আকর্ষণীয় করে দিতে এদের জুড়ি নেই। ভাচুর্য়াল দুনিয়ায় ছবি আপলোড করার আগে সেই ছবিটাকেই সহজে সুন্দর করে নিতে রয়েছে নানা রকমের বিনা মূল্যের ফটো এডিটিং অ্যাপস।
বর্তমান সময়ের বিভিন্ন ফটো অ্যাপগুলোর মধ্যে জনপ্রিয়তায় অনেকখানি এগিয়ে রয়েছে ফটো ইফেক্ট ষ্টুডিও প্রো ছবি সম্পাদনার শতাধিক টুলস, কাস্টোমাইজ করার ফিল্টার এবং বিশেষ ইফেক্ট সুবিধা, লেখা, স্টিকার, ছবি যুক্ত করা, উন্নত আর্ট করার ব্রাশ ব্যবহার প্রভৃতি সুবিধা রয়েছে অ্যাপটিতে।
এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে, কম সময়ে দ্রুত ফটো এডিটিং সুবিধা। অ্যাডজাস্ট, ইফেক্ট আর স্টিকার- এই তিনটি ধাপ রয়েছে এতে। ফলে এর এডিটিং পদ্ধতি খুব সহজ। প্রথম ধাপে ব্রাইটনেস-কনট্রাস্ট, কালার সব কিছু অ্যাডজাস্ট করা যাবে, দ্বিতীয় ধাপে মানান সই এফেক্ট আরো মজার অনেক কিছুই পাওয়া যাবে অ্যাপটিতে।
দেরি না করে বিনা মূল্যে ডাউনলোড করে নিন এবং কিভাবে ফুল ভার্সন করবেন নিচের ভিডিওটি দেখবেন এবং আমার ইউ টিউব চেনেল টিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ।
Photo Effect Studio Pro Download Link
Activator Download Link
Photo Effect Studio Pro License Key [100% Worck]
Reviewed by Anonymous
on
8:34 AM
Rating:
No comments: