vMix Pro Live Broadcasting Software

vmix-pro-live-video-streaming-software
vMix Pro Live Video Streaming Software
সবাই আশা করি ভালো আছেন। কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে আপনারা হয় তো জানেন বর্তমান সময় অনলাইন ভিডিও এর সময়। ইন্টারনেটে এখন ভিডিওর রাজত্ব চলছে। কারণ বর্তমানে অনলাইনে ভিডিওগুলোর ভিউয়ার অন্য যেকোনো সময়ের চেয়ে সবথেকে বেশি। আর অন্যদিকে লাইভ স্ট্রিম করার মাধ্যমে যেকেউ সহজেই তার মনের ভাব অন্যের সাথে লাইভ ভিডিও মাধ্যমে শেয়ার করতে পারছে ।

এই বিষয়টি বিজনেসের ক্ষেত্রেও বেশ লাভজনক একটি সেক্টর হিসেবে গড়ে উঠেছে। সাম্প্রতিক বছরগুলোতে OTT (Over the Top) ভিডি এভার্টাইজিং এবং স্পন্সর ভিডিও ব্যবসা বেশ রমরমা হয়ে উঠেছে। আর এই সাথে এখন অনলাইন ভিডিও ব্রডকাস্ট করার সহায়ক সফটওয়্যারগুলোরও কদর বেশ বেড়েছে, এটা কম্পিউটার কিংবা স্মার্টফোন দুটো ক্ষেত্রেই বলা যায়। আর তাই আমি আজ নিয়ে এলাম অনলাইন ভিডিও ব্রডকাস্ট করার সেরা ১ টি টুলস যা  দিয়ে আপনিও সহজেই অনলাইন ভিডিও ব্রডকাস্ট করতে পারবেন।

অনলাইন ব্রডকাস্ট করার সবথেকে বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় টুল হচ্ছে vMix এখানে অনেক ধরণের প্লাগইনস ব্যবহার করা যায় মূলত একটি ওপেন সোর্স কমিউনিটি ডেভেলপড প্রজেক্ট। আর তাই এই টুলে আপনি অনান্য “দামি” ব্রডকাস্ট সফটওয়্যারের ফিচারগুলোও পেয়ে যেতে পারেন ।

মূল ফিচার গুলোর মধ্যে রয়েছে
  • ব্রডকাস্ট করার সময় মাল্টিপল সোর্সের মধ্যে সুইচিং করা (যেমন ক্যামেরা, ডেক্সটপ ক্যাপচার ইত্যাদি),
  • অডিও, ভিডিও, ইমেজ, ওয়েব ব্রাউজার এবং গ্রাফিক্স সোর্সের সার্পোট, মাল্টিপল এলিমেন্টসহ বিভিন্ন Pre-program সিন,
  • বিভিন্ন ভিডিও ফিল্টার এবং অডিও মিক্সার, স্টুডিও মোড এবং মাল্টি-ভিউ ফিচার,
  • ভিডিও রেকডিং এবং RTMP লাইভ স্ট্রিমিং সার্পোট, প্লাগইনের মাধ্যমে NDI সার্পোট সহ আরো অনেক কিছু।
vMix হচ্ছে একটি অস্ট্রেলিয়ান ভিক্তিক লাইভ ভিডিও প্রডাক্টশন এবং স্ট্রিমিং সফটওয়্যার। আপনি যদি encoding সফটওয়্যারের দিকে শক্তিশালি কোনো টুল খুঁজে থাকেন তাহলে vMix আপনার জন্য বেস্ট হবে। vMix সফটওয়্যারে রয়েছে অনেকগুলো চমৎকার ফিচার এবং নিয়মিত সফটওয়্যার আপডেটও আপনি পেয়ে যাবেন এই vMix টুলটিতে। টুলটির ফিচার হিসেবে বলা যায় যে এখানে আপনি হরেক রকমের ইনপুট রেঞ্জ পাবেন যেমন Webcams, cameras, capture cards, DVDs, soundcars, playlist, photos ইত্যাদি।

রয়েছে NDI সার্পোট, রয়েছে Chroma key এবং ভাচুর্য়াল সেটস, রয়েছে বিল্ট ইন Titling tool যেটায় XAML এর মাধ্যমে এনিমেশন সার্পোট করে এছাড়াও রয়েছে অনেক ফিচার।  vMix টুলটির পেইড সংস্করণের পাশাপাশি রয়েছে ফ্রি ভার্সন। vMix এ রয়েছে ৬টি ভিন্ন পেইড সংস্করণ, প্রতিটি সংস্করণে আপনি পাবেন এক বছর পর্যন্ত ফ্রি আপডেট, তবে দুঃখজনক বিষয় হচ্ছে এটি শুধুমাত্র উইন্ডোজ প্লাটফর্মেই আপনি ব্যবহার করতে পারবেন।

কিভাবে পেইড ভার্শন ইন্সটল করবেন নিচের ভিডিও টি দেখুন ।

vMix Download Link

vMix Pro Live Broadcasting Software vMix Pro Live Broadcasting Software Reviewed by Anonymous on 12:31 PM Rating: 5

No comments:

Powered by Blogger.