Anime Studio Pro 11 Full Version Free Latest

anime-studio-pro-11-full-version-free
anime studio pro 11 full version free download
কেমন আছেন সবাই?আশা করছি ভালো।আমার একটি দূর্নাম আছে তা হলো আমি সব সময় বড় বড় সফটওয়্যারগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি।প্রশ্ন থাকতে পারে বাংলাদেশের নেট স্পীড এত কম তারপরেও এত বড় সফটওয়্যার দেওয়ার অর্থ কি?আসলে ভালো কিছু পেতে হলে একটু ত্যাগ তো স্বীকার করতেই হয়।আমি বলবো আপনি নিজেই লক্ষ্য করুন কম মেগাবাইটের কোন জগত বিখ্যাত সফটওয়্যার কি আছে?এক অর্থে বলতে চাই যত গুঁড় তত মিষ্টি।সফটওয়্যারের সাইজ যত বড় এর কার্য ক্ষমতা ততই বেশী।বিশ্ব বিখযাত সফটওয়্যারগুলোই তার প্রমান।

ছোট ছোট কিছু চোখ ধাঁধাঁনো কম মেগাবাইটের অনেক সফটওয়্যার আছে যেগুলো শুধুই ক্ষনিকের আনন্দের জন্য।প্রফেশনালী কিংবা গঠনমূলক কোন কাজ এরা করতে পারে না।আর তাই ভালো কিছু পেতে হলে আপনাকে অবশ্য অবশ্যই ভারী কিছু সফটওয়্যার ডাউনলোড করতে হবে কষ্ট করে হলেও। আজকে যে টিউনটি করবো তার বিষয়বস্তু হলো একটি এ্যানিমেশন তৈরীর সফটওয়্যার।যারা এ্যানিমেশন তৈরীতে আগ্রহী কিংবা তৈরী করতে পারেন তাদের জন্য আদর্শ সফটওয়্যার এটি।

সফটওয়্যারটির ব্যবহারবিধি আমি বর্ণনা না করলেই বোধ হয় ভালো হয়।প্রথম কারন এ্যানিমেশন তৈরীর কোন সফট আমি ব্যবহার করিনি কখনো আর দ্বিত্বীয় কারন এদের অফিসিয়াল সাইটে ভিডিও টিউটোরিয়াল এত সুন্দরভাবে বর্ণনা করা আছে যে এ কাজে অল্প বিস্তর অভিজ্ঞ যে কেউ সব কিছু বুঝতে পারবেন।

সফটওয়্যারটি ইন্সটলের পর ডেস্কটপে কোন ইকোন নাও পেতে পারেন।সে ক্ষেত্রে all programs এ গেলে লেখা পাবেন Smith_Micro.এখানে ক্লিক করলে Anime studio pro ১১ ইকোনটি পাবেন।মাউস দিয়ে টেনে এনে ডেস্কটপে বসিয়ে দিন।

ভালো থাকবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন
এবং কিভাবে ফুল ভার্শন করবেন নিচের ভিডিও দেখে নিন  আল্লাহ হাফেজ ।
ডাউনলোডের আগে কিভাবে ইন্সটল করবেন এবং ফুল ভার্শন করবেন নিচের ভিডিওটি দেখুন এবং ভিডিও ডিস্ক্রিপশনে ডাউনলোড পোলিসি দেখে নিন।

Anime Studio Pro 11 Download Link


Anime Studio Pro 11 crack only


Anime Studio Pro 11 Full Version Free Latest Anime Studio Pro 11 Full Version Free Latest Reviewed by Anonymous on 11:02 AM Rating: 5

No comments:

Powered by Blogger.